DH & FWS Recruitment 2021 – District Health & Family Welfare Samiti-Vacancies Apply Process

Rate this post

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিমমেদিনীপুরে চাকরী, ছেলে মেয়ে উভয় এ  আবেদন করতে পারবেন। সম্পুন্ন জানতে  পুরোটা পড়ুন

District Health & Family Welfare Samiti, Paschim Medinipur এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিম মেদনিপুরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নাম্বার হল  DH&FWS/Mid(W)/2021/404, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি মোট ৬ টি  শূন্য পদে নিয়োগ করা হবে।
অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে,যা পরবর্তীতে প্রার্থীর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে বাড়ানো যেতে পারে।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

সঙ্গে সঙ্গে নতুন চাকরী আপডেট পেতে ছবি হাত দিন।

১.পদের নাম:- সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার  SENIOR TUBERCULOSIS LABORATORY SUPERVISOR 
মোট শূন পদ :- ১ টি SC
শিক্ষাগত যোগ্যতাঃ- 
  • স্নাতক ডিগ্রি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। 
  • ২ বছর এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি শাঁখা থেকে অথবা ওই  সমতুল্য  কোন শাঁখা থেকে যেকোনো সরকারী  প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। 
  • নিশ্চিত ভাবে ২ চাকার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ও চালাতে জানতে  হবে।
  • কম্পিউটার কোর্স এর সার্টিফিকেট থাকতে হবে(সর্বনিম্ন ২মাস)
  •  আবেদকের কমপক্ষে কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে :  ওপরে দেওয়া প্রয়োজনীয় যোগ্যতা গুলিতে।

 এছাড়াও ১ বছরের কাজের যোগ্যতা থাকা চাই ল্যাবরেটরি তে নটেপ এন্ড স্পুটাম স্মেয়ার মিক্রোস্কোপি এর ওপর।

বয়স সীমা :-পদে আবেদন করার জন্য আদেবনকারীর (SC) দের বয়স হতে হবে ২২ থকে ৪০ বছর এর মধ্যে।   বয়স হিসাব করবেন ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসাবে।
সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন।

বেতনঃ– এই পদের কর্মীরা প্রতেক মাসে বেতন পাবেন  RS- ২৫,০০০
 ২.পদের নাম:- ল্যাবরেটরি টেকনিশান   LABORATORY TECHNICIAN  
মোট শূন পদ :-  টি UR
শিক্ষাগত যোগ্যতাঃ- 
  • আবেদন কারারির অবশ্যই ১০+২ মানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ থকা চাই 
  • ২ বছর এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি শাঁখা থেকে অথবা ওই  সমতুল্য  কোন শাঁখা থেকে যেকোনো সরকারী  প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
  • কম্পিউটার কোর্স এর সার্টিফিকেট থাকতে হবে(সর্বনিম্ন ২মাস) এর
  •  আবেদকের কমপক্ষে কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে :  ওপরে দেওয়া প্রয়োজনীয় যোগ্যতা গুলিতে

 এছাড়াও ১ বছরের কাজের যোগ্যতা থাকা চাই ল্যাবরেটরি তে নটেপ এন্ড স্পুটাম স্মেয়ার মিক্রোস্কোপি এর ওপর।


বয়স সীমা :-পদে আবেদন করার জন্য আদেবনকারীর (SC) দের বয়স হতে হবে ২২ থকে ৪০ বছর এর মধ্যে।   বয়স হিসাব করবেন ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসাবে।
সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন।

বেতনঃ– এই পদের কর্মীরা প্রতেক মাসে বেতন পাবেন  RS- ২২,০০০

.পদের নাম:- টিউবারকুলোসিস  হেলথ  ভিসিটর   TUBERCULOSIS HEALTH VISITOR
মোট শূন পদ :-  ২টি UR SC-১ টি

শিক্ষাগত যোগ্যতাঃ- 

  • স্নাতক ডিগ্রি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
  • কম্পিউটার কোর্স এর সার্টিফিকেট থাকতে হবে(সর্বনিম্ন ২মাস) এর
  •  আবেদকের কমপক্ষে কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে :  ওপরে দেওয়া প্রয়োজনীয় যোগ্যতা গুলিতে

এছাড়াও ১ বছরের কাজের যোগ্যতা থাকা চাই MPW/ LHV/ANM/ Health worker ওপর

বয়স সীমা :-পদে আবেদন করার জন্য আদেবনকারীর (SC) দের বয়স হতে হবে ২২ থকে ৪০ বছর এর মধ্যে।   বয়স হিসাব করবেন ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসাবে।
সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন।

বেতনঃ– এই পদের কর্মীরা প্রতেক মাসে বেতন পাবেন  RS- ১৮,০০০

নিয়োগ পাদ্ধাতি

নিয়োগ করা হবে দুটি ধাপে :-

  1. শিক্ষাগত যোগ্যতা ভিতিতে
  2. কাজের অভিজ্ঞতা ভিতিতে

আবেদন পাদ্ধতি

  আবেদন প্রক্রিয়া টি সম্পুন্ন হবে অফলাইন। আবেদন পত্র পাঠাতে হবে পোস্ট এর মাধ্যমে। নীচের দেওয়া আবেদন পত্রটি ডাউনলোড করে জেরক্স করুন, সঙ্গে এ বায়োডাটার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, অভিজ্ঞতার নথিং পাঠিয়ে দিন নীচের দেওয়া এই ঠিকানাই 👇
The Chief Medical Officer of Health, Zilla Swasthya Bhavan, Saratpally, Paschim Medinipur, Pin-721101, on or before 24/03/2021

আবেদন ফী
আবেদন ফী হিসাবে লাগবে ১০০ টাকা (UR) দের ক্ষেতে,Reserved category দের ক্ষেতে ৫০ টাকা। টাকা পাঠাতে হবে ডিমান্ড ড্রাফট এর মাধ্যমে।

Application fees in from the demand draft of Rs. 100.00 for General applicant and Rs. 50.00 for reserved categories to be submitted with the application. The Demand Draft should be in favour of “Distract Health & Family Welfare Samiti, Paschim Medinipur ” payable at Paschim Medinipur. No TA/DA will be paid to the candidates for the selection test/interview.

গুরুত্ব পূর্ণ তারিখ গুলো

আবেদন শেষ ঃ- ২৪/০৩/২০২১

আরও বিস্তারিত জানতে PDF ডাউনলোড করুন 𒐀Pdf/Form

অফিসিয়াল ওয়েব সাইট লিঙ্ক 𒐀https://www.wbhealth.gov.in/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top